2 grenade exploded / blasted in front of House of vice chancellor (VC) of Dhaka University
2 coktel/ hand grenade exploded / blasted in front of House of vice chancellor (VC) of Dhaka University ঢাবি ভিসির বাসার সামনে ২ ককটেল বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনের সামনে ২টি ককটেল
বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা। রোববার রাত ৯টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে।
মোটরবাইক থেকে ককটেল দু’টি ছোড়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা
গেছে। ঢাবির প্রক্টর আমজাদ আলী বলেন, “হরতাল সমর্থকরা আতঙ্ক সৃষ্টির জন্য
অথবা যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে এ ঘটনা ঘটাতে পারে।” ঢাকা
বিশ্ববদ্যালয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “ভিসির
বাড়ির সামনে ২টি ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। আমি এখন ঘটনাস্থলে
যাচ্ছি।”
No comments:
Post a Comment