Bangladesh(Bd) Current News

OC Salauddin ordered to fire 6(six) round bullet on the Leg of pedestrian Mahabub ওসি সালাহ উদ্দিনের নির্দেশে পথচারী মাহবুবের পায়ে গুলি

OC Salauddin ordered to fire 6(six) round bullet on the Leg of pedestrian Mahabub
ওসি সালাহ উদ্দিনের নির্দেশে পথচারী মাহবুবের পায়ে গুলি

তারিখ: ২০ মার্চ, ২০১৩ চূর্ণবিচূর্ণ পায়ের হাড়, ছিন্নভিন্ন রগ

গুলিতে আহত মাহবুব
মিরপুর থানার ওসি সালাহ উদ্দিনের নেতৃত্বে মাহবুব কবিরের পায়ে গুলি করে পুলিশ। একটি দু’টি নয় ৬ রাউন্ড গুলি করা হয়। এতে তার পায়ের হাড্ডি চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। রগগুলো ছিঁড়ে ছিন্নভিন্ন হয়ে গেছে। অথচ পুলিশ উল্টো আহত মাহবুব কবিরের বিরুদ্ধেই থানায় মামলা করেছে। গতকালও তার স্বজনরা দেখা করতে পারেননি মাহবুব কবিরের সাথে। তার স্ত্রী ও স্বজনরা বলেছেন, তিনি কোনো অপরাধ করলে তার বিচার হতো। কিন্তু এভাবে পুলিশ কেন তাকে পঙ্গু করে দিলো। পঙ্গু হাসপাতালের ডাক্তারেরা বলেছেন, কবিরের পা থাকবে কি না তা নিয়ে এখনো তারা আশঙ্কার মধ্যে রয়েছেন। তার স্বজনরা পুলিশের এই নৃশংসতার বিচার দাবি করেছেন।
গত সোমবার সকাল সাড়ে ৭টার ঘটনা। মাহবুব কবির রিকশায় মিরপুর ২ নম্বর থেকে ১০ নম্বরের দিকে যাচ্ছিলেন। মিরপুর থানার অদূরে ঠিক ওই সময় একটি মিছিল বের করে হরতাল সমর্থকেরা। মিছিলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এই দৃশ্য দেখে কবির রিকশা ঘুরিয়ে উল্টো দিকে রওয়ানা দেন। এ সময় অপর এক যুবক তার রিকশায় উঠে পড়েন। রিকশাটি কয়েকগজ দূরে যেতেই একটি মাইক্রোবাস সামনে থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। তার সঙ্গী ওই যুবকটি নাম প্রকাশ না করার শর্তে গতকাল বলেন, তিনি ছিলেন রিকশার বাঁ দিকে। আর ডান দিকে ছিলেন মাহবুব কবির। কিছু বুঝে ওঠার আগেই তারা দুইজনই ছিটকে পড়েন রাস্তার ওপর। ওই তরুণ জানান, উঠে দৌড়ে পালানোর চেষ্টা করেছিলেন তারা দুইজনেই। এ সময় আরো একটি মাইক্রোবাস এসে ওই তরুণকে আবারো ধাক্কা মেরে রাস্তার পাশে ফেলে দেয়। ওই তরুণ জানান, ‘আমাকে আল্লাহ বাঁচিয়েছেন। কোনো মতে দেয়াল টপকে একটি বাড়ির মধ্যে ঢুকে পড়ি’। তিনি বলেন, তখন ওই ব্যক্তিকে তিনি হোঁচট খেয়ে পড়ে যেতে দেখেন। অমনি, কয়েকজন পুলিশ তাকে ঘিরে ধরে। কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান তিনি। এরপর কী হয়েছে তা বলতে পারেননি। পড়ে টেলিভিশন চ্যানেলে দেখেছেন তার সঙ্গী ওই ব্যক্তিটিকে গাড়িতে তোলা হচ্ছে। তার পা দিয়ে রক্ত ঝরছে। তিনি শুনেছেন, পুলিশ ওই ব্যক্তির পায়ে গুলি করে পঙ্গু করে দিয়েছে। আহত মাহবুব কবির হাসপাতালে বলেছেন, তিনি যখন হোঁচট খেয়ে পড়েন তখনই পুলিশের কয়েকজন তাকে ঘিরে ধরে। কিছু বলার আগেই তার পায়ে গুলি করা হয়। এরপর কী হয়েছে তা মনে নেই তার। সজ্ঞা হারিয়ে ফেলেন। তিনি বলেন, ওই মিছিলে তিনি ছিলেন না। পুলিশ বিনা কারণে তার পায়ে গুলি করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই স্পটে মিরপুর থানার ওসি সালাহ উদ্দিন নিজেই ছিলেন। তার নির্দেশেই এসআই আসলাম ও এসআই হাসান এই গুলি করেছে। সালাহ উদ্দিনের নির্দেশেই তাকে ‘পশুর’ মতো টেনে হিঁচড়ে পুলিশের মাইক্রোবাসে তোলা হয়। সেখান থেকে প্রথমেই তাকে হাসপাতালে না নিয়ে নেয়া হয় থানায়। থানায় অবস্থার অবনতি হতে থাকলে পুলিশ তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে তার পা কেটে ফেলার জন্য পুলিশ ডাক্তারদের পরামর্শ দেয়। পঙ্গু হাসপাতালের ডাক্তারেরা পুলিশের কথা না শুনে দ্রুত তাকে হৃদরোগ হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পর ডাক্তারেরা বলে দেন পা আপতত কাটা লাগবে না। তবে অবস্থা মারাত্মক। উন্নত চিকিৎসা না হলে তার পা রাখা যাবে না। হাসপাতাল সূত্র জানায়, তার ডান পায়ের হাঁটুর নিচের হাড় গুলির আঘাতে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। রগগুলো টুকরো হয়ে গেছে। হৃদরোগ থেকে তাকে আবারো পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে পুলিশ হেফাজতে তার চিকিৎসা চলছে। তার স্বজনরা গতকাল পর্যন্ত তার সাথে দেখা করতে পারেননি।
এ দিকে ঘটনার পর ওসি সালাহ উদ্দিনসহ কয়েকজন পুলিশ মাহবুব কবিরের বাসায় যায়। পুলিশের দাবি কবিরের বাসা থেকে জামায়াতে ইসলামীর কিছু কাগজপত্র তারা পেয়েছে। পুলিশ ওই পরিবারের সদস্যদের নানাভাবে হুমকিও দিয়ে এসেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুলির ব্যাপারে যাতে মিডিয়াকে কিছু বলা না হয় সে ব্যাপারেও পুলিশ তাদের ভয়-ভীতি দেখিয়ে আসে।
সামান্য বেতনের চাকরিজীবী মাহবুব কবির স্ত্রী এবং তিন বছরের এক ছেলেকে নিয়ে মিরপুরের পীরের বাগে বসবাস করে আসছেন। তার স্ত্রী সন্তানসম্ভবা। তিনি জানান, কিভাবে স্বামীর চিকিৎসা করাবেন তা নিয়ে দিশেহারা। এতো টাকা কোথায় পাবেন। তদুপরি পরিবার এখন পুলিশি হয়রানির ভয়ে আছেন। এ ব্যাপারে মিরপুরের থানার ওসি সালাহ উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। থানার ডিউটি অফিসার জানান, মাহবুব কবিরের বিরুদ্ধে মামলা হয়েছে।
Source: http://www.dailynayadiganta.com/new/?p=143433

How Bangladesh Government does corruption reflection

How Bangladesh Government does corruption , In this  system only we are the  general people suffering

Shame on Bangladesh Govt

আলেমদের ফাঁসি দেয়া আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের শামিল :Salman Husaini Nadwi

আলেমদের ফাঁসি দেয়া আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের শামিল : ড. সালমান নদভী (Salman Husaini Nadwi)


মধ্যপ্রাচ্য প্রতিনিধি : তারিখ: ১৮ মার্চ, ২০১৩
আলেমদের ফাঁসি দেয়া আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। তা ছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দেয়া ফাঁসির রায় সম্পূর্ণ অবৈধ। ভারত উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাইয়্যেদ আবুল হাসান আন নদভীর নাতি ও জমিয়ত সাবাব আল ইসলাম হিন্দের প্রেসিডেন্ট আল্লামা সাইয়্যেদ সালমান হোসাইনী আল নদভী গত শনিবার আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রবাসী ছাত্রাবাসের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যব্যে এ কথা বলেন।

... তিনি আরো বলেন, আমরা আমাদের জীবনের চেয়ে আমাদের নবীকে বেশি ভালোবাসি। তাই যারা আল্লাহ ও রাসূল সা:কে নিয়ে কটা করেছে তাদের ও আল্লামা সাঈদীর বিরুদ্ধে দেয়া ফাঁসির রায়কে ভারতের আলেম সমাজের প থেকে তীব্র নিন্দা জানাই। সেই সাথে নাস্তিকদের বিচার ও সাঈদীর মুক্তি দাবি করছি। তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফজলুর রহমান, নাজমুস সাকিব, মাহবুবুর রহমান ও সাদেকুর রহমানের প্রশ্নের জবাবে বলেন, যারা বাতিলের বিরুদ্ধে ইসলামের কথা বলেন, যুগে যুগে তাদের ওপর জুলুম-নির্যাতন আসা নতুন কোনো ঘটনা নয়। নাস্তিকদের বিরুদ্ধে লিপ্ত যুদ্ধে ঈমানের যে অগ্নিপরীা চলছে তাতে অবশ্যই সব আলেমের অংশগ্রহণ করা ওয়াজিব। যারা নাস্তিকদের পথে চলে তারা শয়তান। যারা কওমি মাদরাসার কিশোর ছাত্রদের গুলি করে হত্যা করে আমরা তাদের ঘৃণা করি। যারা মসজিদের দরজা বন্ধ করে, আমরা তাদের ধিক্কার জানাই। তিনি আল্লাহর বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশের সব হকপন্থী আলেমদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নদওয়াতুল উলুম বিশ্ববিদ্যালয়ের শরিয়া বিভাগের ডিন এই আলেম বলেন, আল্লাহর দ্বীন বিজয় করতে কাফের-মুশরিকদের অন্তর ভেঙে যাবে তবুও আল্লাহর জমিনে তার হুকুমমাফিক জীবন গড়তে হবে। তিনি জ্ঞান সাধনায় আল আজহার বিশ্ববিদ্যালয় জ্ঞানের কাবা হিসেবে সারা দুনিয়াতে প্রতিষ্ঠা লাভ করেছে উল্লেখ করে বলেন। যুগের সেরা আলেম হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার এখনই উত্তম সময়। এই সুযোগ কাজে লাগিয়ে ছাত্রদের দ্বীনের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান। তিনি সরকারি সফরে মিসর সফরকালে আল আজহার বিশ্ববিদ্যালয়, ফতোয়া পরিষদ, তথ্য মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। সেই সাথে বিভিন্ন চ্যানলে সাাৎকালে এশিয়ার ইসলাম ও সমস্যা সম্পর্কে তুলে ধরেন।

অনুষ্ঠানে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, সোমালিয়া, নাইজেরিয়া, বাংলাদেশ, ভারত, কাজাখস্তান, তুরস্ক, পাকিস্থানসহ শতাধিক দেশের প্রবাসী ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
http://www.dailynayadiganta.com/new/?p=142035
See More

2 grenade exploded / blasted in front of House of vice chancellor (VC) of Dhaka University

2 coktel/ hand grenade exploded / blasted in front of House of  vice chancellor (VC) of Dhaka University ঢাবি ভিসির বাসার সামনে ২ ককটেল বিস্ফোরণ

2 grenade exploded blasted in front of the house of  vice chancellor (VC) of Dhaka University

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনের সামনে ২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা। রোববার রাত ৯টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে। মোটরবাইক থেকে ককটেল দু’টি ছোড়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। ঢাবির প্রক্টর আমজাদ আলী বলেন, “হরতাল সমর্থকরা আতঙ্ক সৃষ্টির জন্য অথবা যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে এ ঘটনা ঘটাতে পারে।” ঢাকা বিশ্ববদ্যালয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “ভিসির বাড়ির সামনে ২টি ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। আমি এখন ঘটনাস্থলে যাচ্ছি।”

Bangla Song Gonotontro (গণতন্ত্র) by Haider Hossain-Government by the people

Bangla Song Gonotontro (গণতন্ত্র) by Haider Hossain-Government by the people


Police of Bangladesh

civilian killed by Bangladeshi police

Bio data of Bongobondhu Sheikh Mujibur Rahman

We salute you sir


Bio data of Bongobondhu Sheikh Mujibur Rahman


সংক্ষিপ্ত জীবনী :
জন্ম : ১৭ মার্চ, ১৯২০ খ্রীষ্টাব্দ, মঙ্গলবার৷
বাবা ও মা : বাবা শেখ লুত্‍ফর রহমান ও মা মোসাম্মত্‍ সায়েরা বেগম৷

শিক্ষাজীবন : ৭ বছর বয়সে ১৯২৭ সালে তাঁর স্কুল শিক্ষার শুরু গমা ডাংগা প্রাথমিক বিদ্যালয়ে৷ এরপর গোপালগঞ্জ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণীতে ভর্তি হন ১৯২৯ সালে৷ শেখ মুজিবুর রহমানের পিতা ছিলেন মাদারীপুর দায়রা আদালতের সেরেস্তাদার৷ ১০/১১ বছর বয়সে তিনি পুত্রকে নিজের কাছে মাদারীপুরে নিয়ে যান৷ সেখানকার মাদারীপুর ইসলামিয়া হাই স্কুলে তাঁকে ভর্তি করে দেওয়া হয় চতুর্থ শ্রেণীতে৷ ১৯৩৬ সালে তিনি গোপালগঞ্জ মিশন স্কুলে পঞ্চম শ্রেণীতে ভর্তি হন৷
...
১৯৪২ সালে গোপালগঞ্জ মিশন হাইস্কুল থেকে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন৷ পরে কলকাতার ইসলামিয়া কলেজে (বর্তমান মাওলানা আজাদ কলেজ) আইএ ক্লাসে ভর্তি হন৷

শেখ মুজিবুর রহমান ১৯৪৬ সালে কলকাতা ইসলামিয়া কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন৷ ১৯৪৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসে অনার্সসহ ব্যাচেলার ডিগ্রি লাভ করেন৷


১৯৪৮ সালে তিনি ঢাকায় আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন৷ কিন্তু বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায্য দাবি-দাওয়ার প্রতি কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগে ১৯৪৯ সালের প্রথমদিকে তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়৷ তারপরই তিনি আবার গ্রেফতার হয়ে যান৷ তাই তাঁর বিশ্ববিদ্যালয় শিক্ষা জীবন আর সমাপ্ত হয়নি৷

বিয়ে ও পরিবার : মাত্র ১৮ বছর বয়সে ১৯৩৮ সালে শেখ মুজিবুর রহমানের বিয়ে হয় ফজিলাতুন্নেসা ওরফে রেনুর সাথে৷ পরবর্তীকালে এ দম্পতির ৩ পুত্র ও ২ কন্যা সন্তান জন্ম নেয়৷

মৃত্যু : ১৫ আগস্ট ১৯৭৫ সাল৷

Bongobondhu Sheikh Mujibur Rahman


17 march 1920, Birthday of Sheikh Mujibur Rahman শেখ মুজিবুর রহমান

We salute you sir, Sheikh Mujibur Rahman we appreciate you as Bongobandhu (বঙ্গবন্ধু)


                         
                              আপনি
পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ রাজনীতি ব্যক্তিত্ব।
                                      আজ ১৭ই মার্চ আপনার জন্মদিন ...

Today you  born ,on your Birthday

we are missing a great leader like you, we pray for you to Allah, May Peace  and  blessing  be upon you , May Allah accept you for Jannatul Ferdou

This the bio data of 

Bongobandhu

Sheikh Mujibur Rahman

(বঙ্গবন্ধু)

শেখ মুজিবুর রহমান

President of Bangladesh
In office
11 April 1971 – 12 January 1972
Prime Minister Tajuddin Ahmad
Preceded by Position established
Succeeded by Nazrul Islam (Acting)
In office
25 January 1975 – 15 August 1975
Prime Minister Muhammad Mansur Ali
Preceded by Mohammad Mohammadullah
Succeeded by Khondaker Mostaq Ahmad
Prime Minister of Bangladesh
In office
12 January 1972 – 24 January 1975
President Abu Sayeed Chowdhury
Mohammad Mohammadullah
Preceded by Tajuddin Ahmad
Succeeded by Muhammad Mansur Ali
Personal details
Born (1920-03-17)17 March 1920
Tungipara, British Raj (now Bangladesh)
Died 15 August 1975(1975-08-15) (aged 55)
Dhaka, Bangladesh
Nationality British Indian (1920-1947)
Pakistani (1947-1971)
Bangladeshi (1971-1975 death)
Political party Bangladesh Krishak Sramik Awami League (1975)
Other political
affiliations
All-India Muslim League (Before 1949)
Awami League (1949–1975)
Alma mater Maulana Azad College
University of Dhaka
Religion Islam



Invest at Padma bridge 230 crore US Dollar , you will get 520 crore US Dollar

To Build Padma Bridge we need 230 Crore US Dollar

বিনিয়োগ ২৩০ কোটি ডলার, নিয়ে যাবে ৫২০ কোটি

Invest 230 Crore US Dollar , you will get 520 Crore US Dollar


পদ্মা সেতু প্রকল্পে ২৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে ৫২০ কোটি ডলার উঠিয়ে নেবে মালয়েশিয়া। মালয়েশিয়ার প্রতিনিধিরা সরকারের সঙ্গে দর-কষাকষি করে প্রাথমিকভাবে এই মতৈক্যে পৌঁছেছেন। এ কাজে ব্যয় ধরা হয়েছে ২৩০ কোটি মার্কিন ডলার বা ১৮ হাজার ৪০০ কোটি টাকা। টোল আদায় করে ২৬ বছরে বিনিয়োগের সুদ-আসলসহ ৫২০ কোটি ডলার বা ৪১ হাজার ৬০০ কোটি টাকা তারা উঠিয়ে নেবে। কার্যবিবরণী অনুযায়ী, মালয়েশিয়া তিন বছরে মূল সেতু নির্মাণ করে দেবে। নদীশাসনের কাজ এর মধ্যে শেষ হবে না। তবে মূল সেতু হওয়ার পর নদীশাসন সম্পন্ন না হলেও এর ওপর দিয়ে গাড়ি চলাচল করতে পারবে। ২৬ বছর পর এই সেতু বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে। সেতু বিভাগের একটি সূত্র জানায়, মালয়েশিয়া মূলত মূল সেতু নির্মাণে ১৬০ কোটি ডলার বিনিয়োগ করবে। সেতু নির্মিত হওয়ার পর টোল আদায় শুরু হলে সেই টাকায় নদীশাসনের কাজ করা হবে। সে ক্ষেত্রে তার বিনিয়োগ কমে যাচ্ছে।

মালয়েশিয়ার প্রস্তাব: কার্যবিবরণী অনুযায়ী, ২৬ বছরে সেতু থেকে আয় ধরা হয়েছে ৮৩০ কোটি ডলার। এই আয় থেকে ৯১ কোটি ডলার ব্যয় হবে বিভিন্ন কর ও সেতু রক্ষণাবেক্ষণ বাবদ। বাকি ৭৩৯ কোটি ডলারের ৩০ শতাংশ বাংলাদেশ এবং ৭০ শতাংশ পাবে মালয়েশিয়া। অর্থাৎ মালয়েশিয়া পাচ্ছে ৫২০ কোটি এবং বাংলাদেশের ২১৯ কোটি ডলার। বাংলাদেশ অর্থ পাওয়া শুরু করবে নির্মাণ শেষ হওয়ার পাঁচ বছর পর। প্রথম পাঁচ বছর টোলের পুরোটাই চলে যাবে মালয়েশিয়ার ভাগে। মালয়েশিয়া ২৩০ কোটি ডলার বিনিয়োগ করবে সে দেশের এক্সিম ব্যাংক থেকে ঋণ নিয়ে। ঋণের সুদ ও আসল পরিশোধ করা হবে প্রথম পাঁচ বছরে। আবার আয়ের যে প্রাথমিক হিসাব করা হয়েছে, সেই পরিমাণ আয় না হলে বাংলাদেশ সরকারকে ভর্তুকি দিয়ে তা পূরণ করবে। টোলের হার নির্ধারণ করবে বাংলাদেশ সরকার।
prothom alo

Finland people create a Manab Bandhan against Genocide to save bangladesh and protect Democracy

ফিনল্যান্ডে বাংলাদেশে গণহত্যা ও অবৈধ ট্রাইবুনাল বাতিলের দাবিতে মানব্বন্ধন

Finland people create a  Manab Bandhan against Genocide  to save Bangladesh and protect Democracy

what's happening in Bangladesh,why this violence

what's happening in Bangladesh,why this violence ???

 

Why Why Why ???
why police shoot people, where from they got power. don't they have humanity ?
Shame on Bangladeshi police 

গণহত্যা বন্ধ কর মানবতার পক্ষে অসাধারন একটি Bengali গান

Bangladesh become a battle field
We want peace , Stop Genocide in Bangladesh



গণহত্যা বন্ধ কর
Stop Genocide গণহত্যা বন্ধ কর
মানবতার পক্ষে অসাধারন একটি Bengali গান

HOW TO MAKE UR TEEH SNoW WHITE

#HOW TO MAKE UR TEEH 'SNoW WHITE'

-Put a tiny bit of toothpaste into a small cup, mix in one teaspoon baking soda plus one

teaspoon of hydrogen peroxide, and half a teaspoon water.

... Thoroughly mix then brush your teeth for two minutes. Remember to do it once a week until you have reached the results you want. Once your teeth are good and white, limit

yourself to using the

whitening treatment once every month or two
so try one to get snow white teeth

Bangladesh police breaking the human right's rule

বাংলাদেশে পুলিশের মানবাধিকার লঙ্ঘনের একটি দৃশ্য

Bangladesh police breaking the human right's rule